মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

দিনাজপুর,নীলফামারী,কুড়িগ্রাম,পঞ্চগড়,কুষ্টিয়া,রাজশাহী,পাবনা,নঁওগা এবং শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,এসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়বে এবং তা অব্যাহত থাকবে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে।
দেশে আজ সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে,বাদলগাছি ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সীতাকুন্ড ২৯ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।
এদিকে,সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবেনা।