মেকাপ আর্টিস্টকে গাড়ি উপহার দিলেন জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ নিজের মেকাপ আর্টিস্ট শান মুত্তাহিলকে একটি গাড়ি উপহার দিয়েছেন। টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, শানের ৩৪তম জন্মদিন উপলক্ষ্যে তাকে গাড়িটি উপহার দিয়েছেন এই তারকা।

জানা গেছে, কয়েক বছর ধরে জ্যাকুলিনের সঙ্গে কাজ করছেন শান। এরই মধ্যে বলিউডের এই অভিনেত্রীর মন জয় করে নিয়েছেন তিনি। তাইতো জন্মদিনে এতো দামী একটি গাড়ি উপহার দিলেন তিনি।

এদিকে শানের সঙ্গে প্রায় সময় মজাদার সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে থাকেন জ্যাকুলিন।এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘রেস থ্রি’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সালমান খান, অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

এস/