মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ব্রাজিল

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই আলো ছড়িয়ে আসছিলো মেক্সিকো। তাদের খেলা ছিলো গতিশীল। এই গতিশীল খেলা দিয়ে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানকে করেছিলো কুপোকাত। কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে হারতে হলো তাদের। নেইমার-উইলিয়ান-ফিরমিনোদের ঝলকে ২-০ গোলে মেক্সিকান গতিকে ওভারটেক করে শেষ আটে জায়গা করে নেয় মার্সেলোবিহীন ব্রাজিল।

‘অভিনয়শিল্পী’ তকমা পাওয়া নেইমার পূর্বের ম্যাচগুলোর মতো সোমবারের ম্যাচেও ছিলেন আলোচনায়। এ ম্যাচেও বেশ কয়েকবার ফাউলের শিকার হয়েছেন। আবার আদায় করেছেন ফাউলও। তবে শুধু ফাউলের শিকার হওয়া বা ফাউলের জন্য কাতরানো ছাড়াও আলোচনায় থাকার মতো অনেক কিছুই করেছেন নেইমার। ড্রিবলিং করেছেন, গোলের সুযোগ সৃষ্টি করেছেন। তাই ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে উইলিয়ানের ক্রস থেকে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান গোল।

ম্যাচের ৮৮ মিনিটে বিশ্ববাসী দ্বিতীয়বারের মতো দেখতে পায় নেইমার ঝলক। বল টেনে নিয়ে আলতো টোকায় পোস্টে ঠেলে দিলেন। ওচোয়ার পায়ে লেগে তা কুতিনহোর বদলি হিসেবে নামা ফিরমিনোকে খুঁজে নিলো। এমন গোলের সুযোগ কী আর মিস করা যায়! ২-০’র আনন্দ নিয়ে শেষ আট নিশ্চিত করেছে সেলেসাওরা।

রাসেল/