মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে বুধবার কথিত অপরাধী চক্রের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জন নিহত হয়েছে। আঞ্চলিক প্রসিকিউটর’স দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
ওই দপ্তর জানায়, উরুসাপান পৌরসভার পার্শ্ববর্তী অ্যারোয়ো কলোরাডোর কাছে তাদের মধ্যে এ ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, তারা ঘটনাস্থল থেকে সামরিক-ধাচের বিভিন্ন অস্ত্র, বিস্ফোরক ও বুলেটের খোসা উদ্ধার করে।
মিচোয়াকান রাজ্য দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করায় সেখানে ছয় বছর আগে আত্ম প্রতিরক্ষামূলক বিভিন্ন গ্রুপের সংখ্যা বৃদ্ধি পায় এবং ২০১৪ সালে এ রাজ্যে সেনা মোতায়েন করা হয়।
মেক্সিকোর মাদক চোরা-কারবারীদের দমনে ২০০৬ সালে সরকার সৈন্য মোতায়ের পর থেকেই দেশটিতে সহিংসতা ব্যাপক বেড়ে যায়।
তখন থেকে সরকারি বাহিনী এবং বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়।