মেক্সিকোতে আঘাত হেনেছে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প
প্রকাশিত - ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১০:১৩ এএম
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ভূমিকম্পে রাজধানীসহ পুরো দেশ কেঁপে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াক্সাকা শহরের কয়েকটি ভবন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি । মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর ওয়াজাকা রাজ্যের পিনোতেপা দে ডন লুইস শহরের কাছে। মাটির ২৪ দশমিক ৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান।
গত বছর সেপ্টেম্বরে দু'টি ভূমিকম্পের আঘাতে মেক্সিকোতে মারা যায় দুই শতাধিক মানুষ।