ভূসিকম্প আঘাত হানার পর এবার বিমান দুর্ঘটনার কবলে পড়েছে মেক্সিকো। আর এতে ৩ শিশুসহ নিহত হয়েছে ১৪ জন। নিহতদের সবাই সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা। শুক্রবার ভূমিকম্পে আঘাত হানা এলাকাটি পরিদর্শন করতে আসলে বিমানটি বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ বলছে নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় বেঁচে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে ও ওয়াহাকা রাজ্যের গভর্নর আলেহান্দ্রো মুরাত। খবর বিবিসির।
শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে তারা ওই এলাকায় যাচ্ছিলেন।
হেলিকপ্টারটি সান্তিয়াগো জামিউতেপ্যাকির খোলা মাঠে ল্যান্ড করার সময় দুটি ভ্যানের ওপর পড়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। হেলিকপ্টারে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা রক্ষা পেলেও নিচে থাকা ১২ জন ঘটনাস্থলেই নিহত হন, অপর দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াহাকার অ্যাটর্নি জেনারেলের দপ্তর। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ওয়াহাকা রাজ্য ও মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি কেঁপে ওঠে। এরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে দুটি ভূমিকম্পের আঘাতে অত্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছিলেন। তখনকার ওই ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলো এখনও পড়ে আছে। পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম।
সূত্র : বিবিসি
আজকের বাজার : আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮