মেক্সিকোতে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ৪০ হাজার ছাড়িয়ে গেছে। ফলে দেশটি এখন এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ-সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। খবর এএফপি’র।
প্রাত্যহিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে কোভিড-১৯ রোগে নতুন করে আরও ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ৪০ হাজার ৪শ’ জনে দাঁড়ালো। গত ২৮ ফেব্রুয়ারি মেক্সিকোতে প্রথম করোনাভাইরাস সনাক্ত হয়।
এ সপ্তাহে প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ অব্রাদর এ ভাইরাসের হুমকি মোকাবেলায় সহায়তা করতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় লোপেজ অব্রাদর বলেন, ‘মহামারি করোনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণ করে আমরা তাদের আত্মীয়স্বজন ও বন্ধ-বান্ধবদের প্রতি ভালবাসার বার্তা দিতে চাই।’
পরিসংখ্যান অনুযায়ী, ১২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ মেক্সিকো করোনাভাইরাসে মৃতের দিক থেকে ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। ব্রাজিলে কোভিড-১৯ মহামারিতে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে।