মেক্সিকোতে বন্দুকযুদ্ধে ১৫ জন নিহত

মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র নাগরিকের বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

রাজ্যটির সরকারি নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ বলেন, গুয়েরেরোর ইগুয়ালা শহরের কাছে তেপোচিকা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১৪ জন সশস্ত্র নাগরিক ও একজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

খবরে বলা হয়, মিশোকান ও গুয়েইরেরো রাজ্য মেক্সিকোর সবচেয়ে সহিংসতা প্রবণ অঞ্চল। এর আগে এক হামলায় সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ পুলিশ সদস্যকে খুন করে।

দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর সেনা সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে মাদকের সহিংসতা দমনে এই কৌশলের প্রশংসা করেন।

২০০৬ সালে মাদক চক্র দমনে সেনাবাহিনী মোতায়েন করে সরকার।

আজকের বাজার/এমএইচ