মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুইব্লাতে মঙ্গলবার মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় কর্র্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার। পুইব্লার আন্ত:বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার ভোরে কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তেহুয়াকান জেনারেল হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুয়েব্লার আন্ত:বিভাগ জানায়, তারা এই দু:খজনক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের সহায়তার জন্য রাজ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। (বাসস ডেস্ক)