মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যের মহাসড়কে মঙ্গলবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। বাসটি উল্টে যাওয়া হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, মঙ্গলবার সকালে লা টিনাজা এবং আকাইউকান শহরের সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর ন্যাশনাল গার্ডের এক সূত্র এএফপি’কে জানিয়েছে, চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে।
নিরাপত্তা কর্মীরা জানান, আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।