যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে মেক্সিকোর উত্তরাঞ্চলে মন্টেরেইগামী বিমানের ধ্বংসাবশেষ সোমবার পাওয়া গেছে।আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় বিমানটির ১৩ আরোহীর কেউ বেঁচে নেই নেই।
এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানায়, বোম্বারডিয়ের চ্যালেঞ্জার ৬০১ জেট বিমানটি রোববার সন্ধ্যায় মেক্সিকোর উত্তরাঞ্চলে কোয়াহুইলা রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজ্যের জননিরাপত্তা মন্ত্রী এক বিবৃতিতে জানান, ‘কর্মকর্তারা আকাশপথে তল্লাশী চালিয়ে বিমানটির ধ্বংসাবশেষ একটি পার্বত্য এলাকায় পড়ে থাকতে দেখেন। কোয়াহুইলার ওকাম্বো মিউনিসিপালিটির ওই এলাকায় প্রবেশ করা কঠিন।’
তিনি আরো বলেন, ‘এই ঘটনায় কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না।’
রাষ্ট্রীয় বেসামরিক বিমানের এক কর্মকর্তা এর আগে বলেছিলেন, বিমানটিতে ১১ আরোহী ছিল।
কিন্তু মন্ত্রণালয় জানায়, সেখানে ১০ যাত্রী ও পাইলট, কোপাইলট এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল।