মেক্সিকোতে ভয়াবহ বন্দুকযুদ্ধ, চার পুলিশসহ ১৪ জন নিহত

মেক্সিকোর কোয়াহুইলা রাজ্যে সন্দেহভাজন মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন চার জন্য পুলিশ সদস্য।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টায় মেক্সিকোর উত্তরের কোয়াহুইলা রাজ্যের ভিলা ইউনিয়নের এই ঘটনা ঘটে।

কোয়াহুইলা রাজ্য সরকারের মুখমাত্র জানায়, সীমান্ত শহর পিয়েদাস নেগ্রাস থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভিয়া য়ুনিয়ন শহরে রাজ্য পুলিশের সঙ্গে পিকআপ ট্রাকে করে আসা ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীদের লড়াই হয়।

কোয়াহুইলার গভর্নর মিগেল আঙ্গেল রিকেলমে সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা প্রতিবেশী তামাউলিপাস রাজ্য থেকে কোয়াহুইলায় এসেছিল। বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী ও চার পুলিশ নিহত এবং ছয় পুলিশ আহত হয়েছেন।

আজকের বাজার/লুৎফর রহমান