মেক্সিকোতে সশস্ত্র হামলায় পুলিশসহ ১৬ জন নিহত

সহিংসতা কবলিত মেক্সিকোতে মাদক পাচার সংক্রান্ত সশস্ত্র দূর্বৃত্তদের দুই দফা হামলায় সোমবার প্রায় এক ডজন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে অজ্ঞাতনামা হামলাকারীরা কয়ুদা দে বেনিতেজ পৌরসভার একটি নিরাপত্তা টহল দলকে লক্ষ্য করে হামলা চালায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে হামলায় পৌর পুলিশ বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছে। হামলার উদ্দেশ তদন্ত করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে দ্বিতীয় দফা হামলায় পাঁচজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।
সরকারি প্রসিকিউটরের দপ্তর জানায়, এক দল বন্দুকধারী তাকাম্বারো শহরে মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়।
দপ্তর জানায়, নিহতদের মধ্যে একজন রেস্তোরাঁর কর্মী এবং পুলিশ বাহিনীর একজন সদস্য রয়েছে। সেখানে হামলায় মেয়রের ভাই আহত হয়েছে।
সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে বন্দুকধারীদের বেশ কয়েকটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চালাতে দেখা গেছে।