মেক্সিকো সিটিতে কয়েক ডজন স্বাস্থ্যকর্মী করোনা রোগীদের চিকিৎসার্থে সঠিক পিপিই ‘র ব্যবহারের দাবিতে বিক্ষোভে অংশ নেন। স্বাস্থ্যকর্মীরা রাজধানীর সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন এবং দাবি তোলেন যে, সঠিক যন্ত্রপাতি না দিয়ে কর্তৃপক্ষ তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
নার্স, সুজানা বেলেস্টেরোস বলেন, তাদের কয়েকজন সহকর্মী সংক্রমিত এবং মারা যাওয়ার পরেও, কতৃপক্ষ জেনেশুনে আমাদেরকে ব্যবহৃত পোশাক এন৯৫ মাস্ক পড়তে বাধ্য করেছেন।