মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় পিউবলা সিটির সংযোগকারী মহাসড়কে শনিবার এক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু এবং অপর ৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়।
দুপুরের দিকে একটি পণ্যবাহী ট্রাক হাইওয়ের একটি টোল বুথে বেশ কিছু গাড়িতে ধাক্কা দেয়, এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
ফেডারেল হাইওয়ে অথরিটি ক্যাপুফি এক বিবৃতিতে জানায়, “টোল বুথ অতিক্রম করার সময় ট্রাক ছয়টি গাড়ি টেনে নিয়ে যায়, এতে ১৯ জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চালকও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাপুফি জানায়, দুর্ঘটনায় পতিত যানবাহন অপসারণের জন্য মহাসড়কের ওই অংশে ট্রাফিক চলাচল বন্ধ ছিল।