মেক্সিকোতে পৃথক দুটি ঘটনায় হামলাকারীদের গুলিতে ২ সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
চলতি বছরে এ নিয়ে খুন হওয়া সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ৮ জনে।
আল জাজিরার খবরে বলা হয়, নিহত সাংবাদিকদের একজন হচ্ছেন রুবেন প্যাট কওয়িচ। তাকে মঙ্গলবার মেক্সিকোর উপকূলবর্তী শহর প্লায়া দেল কারমেনের একটি ‘বারের’ বাইরে গুলি করে হত্যা করা হয়।
তিনি ফেসবুক ভিত্তিক অনলাইন নিউজ ওয়েবসাইট ‘প্লায়া নিউজের’ প্রধান ছিলেন।
স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, তাকে স্থানীয় সময় সকাল ৬.০০টার দিকে গুলি করে খুন করা হয়। এনিয়ে এক মাসের মধ্যে প্লায়া নিউজের দুই সাংবাদিককে হত্যা করা হলো। এর আগে ২৯ জুন, হোসে গুয়াদালিউপ চান দজিবকে গুলি করে হত্যা করা হয়।
নিউ-ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট(সিপিজে) জানিয়েছে, প্যাট কওয়িচকে এর আগে জুন মাসে রাতারাতি আটক করে মারধোর করেছিল পুলিশ।
তিনি প্রায়ই পুলিশের বিরুদ্ধে লেখালেখি করতেন।
আজকের বাজার/একেএ