মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে ১ জন নির্বাচনী প্রার্থী খুন হয়েছেন। এ নিয়ে ১ সপ্তাহের ভেতর দেশটিতে খুন হয়েছেন ৩ জন নির্বাচনী প্রার্থী। আল জাজিরা এসব তথ্য জানায়।
নিহত ওই নির্বাচনী প্রার্থীর নাম হোসে রেমেদিওস আগিরে। আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় নির্বাচনে বামপন্থী মোরেনা পার্টির হয়ে মেয়র পদে লড়ার কথা ছিল তার।
শুক্রবার গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের আপাসেও এল আলতো শহরে এ ঘটনা ঘটে।
আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর থেকে আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় নির্বাচনের জন্য প্রচারণা শুরু হয় মেক্সিকোতে। এরপর থেকে এখন পর্যন্ত দেশটিতে খুন হয়েছেন অসংখ্য রাজনীতিবিদ।
আগিরের হত্যার আগে মঙ্গলবার খুন হন মেক্সিকোর ক্ষমতাসীন দল ইন্সটিটিউশনাল রেভুলিউশনারি পার্টির রাজ্যসভা প্রার্থী। এর ৪ দিন আগে ৪ মে হত্যার শিকার হন মোরেনা’র মেয়র পদপ্রার্থী।
মোরেনা পার্টির গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের এক গভর্নর পদপ্রার্থী রিকার্দো শেফিল্ড জানিয়েছেন, আগিরের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে, শনিবার থেকে পুনরায় প্রচারণা কার্যক্রম শুরু করেছে মোরেনা পার্টি।
শেফিল্ড বলেন, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এটা খুবই দুঃখজনক।
আজকের বাজার/একেএ