মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫ আর্জেন্টাইন পর্যটক নিহত

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫ আর্জেন্টাইন পর্যটক নিহত হয়েছেন।
রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইনতানা রু রাজ্যের ইউকাটান উপদ্বীপের জনপ্রিয় উপকূলরেখা বরাবর পর্যটকবাহী গাড়ির সাথে একটি ভ্যানের সংঘর্ঘ ঘটে। দুর্ঘটনায় ম্যাক্সিকান ভ্যানচালকও প্রাণ হারায়।
সলিদারিদাদ পৌরসভার নাগরিক সুরক্ষা সচিব জর্জ ভাজকুয়েজ ওরোপেগ বলেছেন, আর্জেন্টাইনরা ছুটিতে ছিল।
এদিকে দুর্ঘটনায় আরো দ’ুজন মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। তারা কোন দেশের সে সম্পর্কে ভাজকুয়েজ কিছু বলেননি।
বৃষ্টি ভেজা সড়ক এবং দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কুইনতানা রু রাজ্যের এর্টনি জেনারেলের কার্যালয় এ কথা জানিয়েছে। (বাসস ডেস্ক)