মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় গুয়াদালাখারা নগরীর বাইরের এক গণকবর থেকে কমপক্ষে ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।
সংঘবদ্ধ অপরাধী চক্রের সহিংসতায় পূর্ণ জালিস্ক প্রদেশে এ দুঃখজনক ঘটনা ঘটে। এ এলাকা থেকে নভেম্বর থেকে এপর্যন্ত ৮০ টি মরদেহ খুঁজে পাওয়া গেছে। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, মৃতদের চার জনের পরিচয় আংশিক জানা গেছে।
কর্তৃপক্ষ ৮০ ফুট (২৫ মিটার) বাই ১৫৫ফুট কবরটিতে অনুসন্ধান অব্যাহত রাখবে।খবর বাসস।
কবরস্থানটির ২৬০ কিলোমিটার দূরত্বের ভেতর অপর কবরস্থান থেকে গত ডিসেম্বর মাসে কমপক্ষে ৫০ জনের মরদেহের সন্ধান পাওয়া যায়।
কাছের আরেকটি কবরস্থান থেকে নভেম্বর মাসে ৩১ জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে।
এছাড়া গুয়াদালাখারার শহরতলিতে সেপ্টেম্বরে এক গণকবর থেকে ৩৪ টি মরদেহ উদ্ধার করা হয়, এ ছাড়াও কাছের আরেকটি কবরস্থান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
কর্র্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত জালিস্কো প্রদেশে প্রায় আড়াই হাজার হত্যাকান্ডের ঘটনা ঘটে।
আজকের বাজার/লুৎফর রহমান