মেক্সিকোর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২৫

Firemen extinguish the smoldering fire over the bodies of burned victims at the scene of a massive blaze trigerred by a leaky pipeline in Tlahuelilpan, Hidalgo state, Mexico, on January 19, 2019. - A massive fire broke out at an illegal pipeline tap in central Mexico on Friday, killing at least 21 people and injuring 71 more, just as the government wages a major crack-down on fuel theft. (Photo by ALFREDO ESTRELLA / AFP)

মেক্সিকোর মধ্যাঞ্চলে গত মাসে জ্বালানী পাইপলাইনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে।
রোববার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।

সামাজিক নিরাপত্তা দপ্তর আইএমএসএস জানায়, এ ঘটনায় হাসপাতালে আরো ২২ জন চিকিৎসা নিচ্ছে। এদের অনেকের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে।
১৮ জানুয়ারি মেক্সিকোর হিদালগো রাজ্যের একটি জ্বালানী পাইপলাইন থেকে তেল চুরির উদ্দেশ্যে তা ফুটো করা হলে শত শত মানুষ তা সংগ্রহ করতে আসে। এ সময় সেখানে আগুন ধরে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এই দুর্যোগ এমন এক সময় ঘটলো যখন সরকার জ্বালানী তেল চুরি বন্ধে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।
২০১৭ সালে মেক্সিকোতে আনুমানিক ৩শ’ কোটি ডলার মূল্যের জ্বালানী তেল চুরি হয়।