মেহরাজ মোর্শেদ : মেক্সিকোর ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি।
গত ৭ সেপ্টেম্বর গত বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণ উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৮.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ওয়াহাকা প্রদেশের হুচিতান শহরে বিধ্বস্ত ভবনগুলোর নীচে আটকা পড়ে থাকা লোকজনের সন্ধানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা শুরু করেছেন উদ্ধার কর্মীরা।
মেক্সিকোর সরকারি চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন। অপরিষ্কার পানি পান করে লোকজনের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে এই অঞ্চলে রোগ ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন একজন চিকিৎসক। পানীয় জল এবং খাদ্য না থাকায় সাহায্যের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভূমিকম্পে প্রাণে বেঁচে যাওয়া এক নারী।
আজকের বাজার : এমএম / ১১ সেপ্টেম্বর ২০১৭