মেক্সিকোয় শনিবার করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে আগের দিন নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৬০ জন। করোনায় মৃত্যুর সংখ্যায় মেক্সিকো শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে।
মেক্সিকোয় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ২৫৩ জন। স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকর্তা রিকার্ডো করটেজ এ কথা জানান।
দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৫৯ জন, এদের মধ্যে আগের দিন মারা গেছে ৬৩৫ জন। মৃত্যুর সংখ্যার হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরে চতুর্থ এবং সংক্রমনের সংখ্যায় বিশ্বের ১১ তম অবস্থানে রয়েছে মেক্সিকো।
গত ২৩ মার্চ সরকার লকডাউন ঘোষণা করে, যদিও পুনরায় জরুরি অর্থনৈতিক কর্মকান্ড চালু করা হয়।
মেক্সিকো সিটির মেয়র ক্লদিয়া সেইনবাউন শুক্রবার ১৫ দিনের জন্য বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহজুড়ে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় রেস্তোরা, সিনেমা হল ও জিমে বিধিনিষেধ আরোপ করা হয়।