মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ‘আগাথা’ আঘাত হেনেছে। এতে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছে আটজন । ঝড়ের কারনে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে।
কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।
ইউ্এস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) বলছে, প্রশান্ত মহাসাগরীয় প্রথম মৌসুমী ঘূর্ণিঝড় আগাথা ১৯৪৯ সালের পর আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল।
উপকূলীয় পর্যটক শহরটিতে আঘাত হানার পর এটি দূর্বল হয়ে মূল ভুখন্ডের দিকে অগ্রসর হয়। তবে এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে।
ওয়াহাকার গর্ভণর আলেজান্দ্রো মুরাত সংবাদ মাধ্যমকে জানান, ঝড়ের প্রভাবে মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টি হয়। এতে নদীর কূল প্লাবিত ও ভূমিধস দেখা দিয়েছে।
তিনি আরো জানান, ঝড়ের কারনে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আটজন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, ক্যাটাগরি টু হারিকেন হিসেবে আগাথা সোমবার ওয়াহাকার পুয়ের্তো এঞ্জেলের কাছে আঘাত হানে।
আটলান্টিক ও প্রশান্তমহাসাগরে সৃষ্ট গ্রীস্মমন্ডলীয় ঝড় প্রায় নিয়মিতই মেক্সিকোয় আঘাত হেনে থাকে।