মেক্সিকান কর্তৃপক্ষ সোমবার ট্রাকের একটি বগিতে লুকানো ৪৫ জন অভিবাসীকে খুঁজে পেয়েছে - মানব পাচারকারীদের ব্যবহৃত সবচেয়ে বিপজ্জনক পরিবহনের এটি সর্বশেষ ঘটনা।
ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, ন্যাশনাল গার্ড এজেন্টরা পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে স্ক্রাপ মেটাল বহনকারী গাড়ীর ভেতর থেকে আওয়াজ শোনার পর সেখানে তাদের দেখতে পায়।
অভিবাসন সংস্থা জানিয়েছে, ভেনিজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর এবং কিউবাসহ বিভিন্ন দেশ থেকে আসা এই অভিবাসীদের তাদের আইনি পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আটক রাখা হয়েছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সংস্থার হিসাব অনুসারে, ২০১৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে প্রায় ৬,৪৩০ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
জাতিসংঘ সংস্থা বলেছে, বিপজ্জনক পরিবহনের কারণে এর মধ্যে ৮৫০ জন যানবাহন দুর্ঘটনায় মারা গেছে।
জুন মাসে টেক্সাসের সান আন্তোনিওতে একটি পরিত্যাক্ত গরম ট্র্যাক্টর-ট্রেলারে ৫০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয় এবং গত সপ্তাহে ভেরাক্রুজে একটি ট্রাকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়।