মেক্সিকোর উত্তরাঞ্চলে কয়লা খনি ধসে পড়লে এতে সাত শ্রমিক আটকা পড়েছে। উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।
কোহালিয়া রাজ্যের শ্রম দপ্তর এ খবর জানিয়ে বলেছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাজকুইজ পৌরসভায় অবস্থিত খনিটি বন্যার কারনে ধসে পড়েছে।
এক বিবৃতিতে আরো বলা হয়েছে, ভেতরে কর্মরত কিছু শ্রমিক আটকা পড়েছে।
পুলিশ ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট এন্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওবারদার জানিয়েছেন , তিনি ঘটনাস্থলে নিরাপত্তা, শ্রম ও বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয়ের লোকজনকে পাঠিয়েছেন।
উল্লেখ্য, দেশটির কয়লা উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত কোহালিয়ার খনিগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।