মেক্সিকোর পূর্বাঞ্চলে নৌকা ডুবিতে হন্ডুরাসের তিন অভিবাসী প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে চার জন।
একজন কর্মকর্তা জানান, ভেরাক্রুজ রাজ্যের আগুয়াডুলসে সোমবার এ দুর্ঘটনা ঘটে। এখানে টোনালা নদী মেক্সিকো উপসাগরে মিলিত হয়েছে।
আগুয়াডুলসে’র নাগরিক সুরক্ষা কর্মকর্তা ডেভিড এসপারাজা জানান, তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো চার জন নিখোঁজ রয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী মেক্সিকো পাড়ি দেয়। এ সময়ে তারা সড়ক দুর্ঘটনা, ডুবে যাওয়াসহ নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়।