মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ নিহত

বন্দুকধারীদের গুলিতে মেক্সিকোর সালামানকা শহরে ৬ ট্রাফিক পুলিশের নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১ জুন ) এ ঘটনা ঘটে। তবে এ হামলার কারণ এখনও জানা যায়নি।

দেশটির সংবাদমাধ্যম টেলিভিসা জানিয়েছে, তিন বন্দুকধারী নিরস্ত্র ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ছয় ট্রাফিক পুলিশ সদস্য নিহত হন।

মেক্সিকান টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে সালামানকা শহরের জ্যেষ্ঠ কর্মকর্তা গুইলারমো মালদোনাদো বরাত দিয়ে বলা হয়,  দায়িত্বরত ট্রাফিক পুলিশদের উপর এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম টেলিভিসা জানিয়েছে, সাদা রংয়ের একটি গাড়ি থেকে নেমে তিন বন্দুকধারী নিরস্ত্র ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রয়টার্স বলছে, মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে হানাহানির পরিমাণ বেড়ে গেছে। গত বছর দেশটিতে রেকর্ড পরিমাণ খুনের ঘটনা ঘটেছিল।

রাসেল/