মেক্সিকোয় বারে বন্দুক হামলা, ১২ জন নিহত

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছে। পৌর সরকার এ কথা জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ছয় নারী ও ছয় পুরুষের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
কে বা কারা হামলা চালিয়েছে অথবা হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছু বলা হয়নি।