মেক্সিকোয় ভেনিজুয়েলার সরকার ও বিরোধীদের মধ্যে পুনরায় আলোচনা শুরু

মেক্সিকো সিটিতে শুক্রবার ভেনিজুয়েলার সরকার ও বিরোধীদের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। আলোচনার টেবিলে ফিরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিদ্বন্দ্বিরা অবরোধ তুলে নেয়ার বিনিময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে।

ভেনিজুয়েলার প্রধান বিরোধী জোট চলতি সপ্তাহে তিনবছর ধরে তারা যে নির্বাচন বয়কট করে আসছে তার অবসানের ঘোষণা দিয়ে বলেছে, তারা নভেম্বরে মেয়র ও গভর্ণর নির্বাচনে অংশ নেবে।

নরওয়ের মধ্যস্থতায় গত মাসে মেক্সিকো সিটিতে আলোচনার পর বিরোধী জোট এ ঘোষণা দেয়। ম্দাুরোর গত আট বছরের শাসনামলে দেশটিতে যে রাজনৈতিক সংকট চলছে তার অবসানই এ আলোচনার লক্ষ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিরোধী নেতা জুয়ান গুয়াইদো বলেছেন, আমাদের লক্ষ্য একটি অবাধ ও নিরপেক্ষ প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সংকট দূর করা।

উল্লেখ্য অবরোধ শিথিল, রাজনৈতিক অধিকার এবং নির্বাচনের গ্যারিন্টিসহ সাত দফা নিয়ে আলোচনা হচ্ছে। কোন সমঝোতা ছাড়াই শুক্রবারের আলোচনা শেষ হয়। আলোচনা সোমবার পর্যন্ত চলবে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান