মেক্সিকোয় মার্কিন নাগরিককে হত্যা

মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের পর্যটন নগরী আকাপুলকোয় এক মার্কিন নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাজ্যের কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, তিনি চিকিৎসার জন্য মারিজুয়ানার বৈধ ব্যবহারের সমর্থক ছিলেন।
প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, লোকটিকে তার বাড়িতে হত্যা করা হয়। সেখানে একটি মাদকের ল্যাব ও মারিজুয়ানা গাছ পাওয়া গেছে।
স্থানীয় গণমধ্যমের কাছে তিনি এ্যাক্টিভিস্ট জন গালটন নামে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, ছয় বন্দুকধারী তার প্রশান্ত উপসাগরীয় নগরীর বাড়িতে হানা দেয়। তাদের হামলায় তিনি নিহত ও অপর একজন আহত হয়।
একটি সংঘবদ্ধ মাদক চক্র এ হত্যাকা- চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।