মেক্সিকোর উত্তর-কেন্দ্রীয় প্রদেশ কেরেতারোর বনে লাগা আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
শনিবার দেশটির ন্যাশনাল ফরেস্ট কমিশন জানায়, দুর্ঘটনায় নৌবাহিনীর পাঁচজন ক্রু এবং তাদের সংস্থার এক শ্রমিক নিহত হয়েছেন। খবর ইউএনবি।
কর্তৃপক্ষ জানায়, দাবানলের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের সাহায্য করতে গত শুক্রবার পানি নিয়ে সিয়েরা গর্ডার নামে পরিচিত পার্বত্য অঞ্চলের দিকে যাচ্ছিল রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি। হঠাৎ সেটি উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত জালপান দে লা সিয়েরা শহরের কাছে বিধ্বস্ত হয়। শনিবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে ছয়জনের মৃত্যুর কথা নিশ্চিত করে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে প্রচণ্ড গরম ও শুষ্ক অবস্থায় বনে দাবানলের ঘটনা ঘটছে।
আজেকের বাজার/এমএইচ