মেক্সিকো সীমান্তে মার্কিন সৈন্য মোতায়েন বৃদ্ধি

President Trump will likely extend the deployment of U.S. soldiers to the Mexico border, Pentagon officials tell NPR. Here, soldiers set up concertina wire as a Customs and Border Protection agent stands guard on the U.S. side of the border on Thanksgiving Day.

যুক্তরাষ্ট্র ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেক্সিকো সীমান্তে সৈন্য ও কোস্টগার্ডের সদস্য মোতায়েন জোরদার করেছে।
সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
পেন্টাগন জানায়, ‘তারা দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে টহল নজরদারী ও সনাক্তকরণ জোরদার করেছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে অ্যালার্ম তার বসানো হয়েছে।’
প্রতিরক্ষা দপ্তরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ডিওডি আকাশ পথেও এই নজরদারীতে সহায়তা দেবে।’