জাপানের একটি ব্যাংক বাংলাদেশের মেগা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার ৩০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ে জাপানি প্রতিষ্ঠান সামিটোমো মিটসুই ব্যাংকিং কর্পোরেশন সিঙ্গাপুর শাখার এশিয়া অঞ্চলের বিনিয়োগ প্রধান রাজিব কাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আমরা এখন অনেকগুলো মেগা প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পে জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। তারাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ ও অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ প্রয়োজন। রেলওয়ে খাতের প্রায় ১০০ বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। এসব বিষয়েও তাদের সঙ্গে আলাপ- আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এশিয়া অঞ্চলের প্রকল্প ও রপ্তানি বিভাগের প্রধান লুকা টনেলো, এশিয়া অঞ্চলের রপ্তানি ও এজেন্সি অর্থায়ন বিভাগের প্রধান মি. প্রেম রাজ সুমন প্রমুখ।
আজকের বাজার: আরআর/ ৩০ আগস্ট ২০১৭