ঢাকার অদূরে নারায়নগঞ্জের মেঘনাঘাটে ৫৩০-৫৯০ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল-ফুয়েলভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে বেসরকারি কনসোর্টিয়াম অব সামিট কর্পোরেশন লিমিটেড অ্যান্ড জিই। কেন্দ্রটির মেয়াদ হবে ২২ বছর।
২৫ অক্টোবর বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত এক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চেৌধুরী , স্থানীঁয় সরকার ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারররফ হোসেন, পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, বেসরকারি কনসোর্টিয়াম অব সামিট কর্পোরেশন লিমিটেড অ্যান্ড জিই কর্তৃক নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে ২২ বছর মেয়াদে ৫৩০-৫৯০ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল-ফুয়েলভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
তিনি জানান, তিন ধরণের পদ্ধতিতে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করা যাবে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হলে প্রতি কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৯৫৪৬ টাকা, ফার্নেস অয়েলভিত্তিক হলে ৫ দশমিক ৪৮৭ টাকা এবং ডিজেলভিত্তিক হলে ১২ দশমিক ৬০৫১ টাকা।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ অক্টোবর ২০১৭