বরিশালের হিজলা উপজেলায় প্রবল ঝড়ে মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক গৃহবধু।
বৃহস্পতিবার (৩১ মে) সকাল ১০টার দিকে উপজেলার হরিণাথপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। এ সময় ঝড়ে ধসে পড়েছে অন্তত ২০টি বসতঘর।
এ সময় হরিণাথপুর সংলগ্ন মেঘনায় ৩টি নৌকা ডুবে যায়। যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবে স্থানীয় মিজান ফকিরের মেয়ে জান্নাত (১২) ও আল আমিনের স্ত্রী মাহিনুর (২৬) নিখোঁজ হয়। বেলা ১টার দিকে জান্নাতের মরদেহ পাওয়া গেলেও মাহিনুর এখনও নিখোঁজ রয়েছেন।
হিজলার হরিণাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রায়হান জানান, সকাল পৌনে ১০টার দিকে আকস্মিক ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। সকাল ১০টার দিকে শুরু হয় প্রবল বাতাস ও বৃষ্টি।
আজকের বাজার/আরআইএস