নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি মানিক-৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানা যায়।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, বোগদাদিয়া-১৩ লঞ্চের মাঝের দিকে এমভি মানিক-৪ এর ধাক্কা দিলে ওই লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মানিক-৪ থাকা এক যাত্রী লঞ্চের ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি জানান, তবে কোন যাত্রী নিখোঁজ রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও দুর্ঘটনাস্থলে তল্লাশি চলছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ভোরে ঘন কুয়াশা ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর নৌ-পুলিশ সদস্যদের খোঁজাখুঁজি চলছে। নিহত ও আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর লঞ্চ দুটি দ্রুত গন্তব্যে চলে যাওয়ায় এখনও এগুলো জব্দ করা যায়নি বলে জানান কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এ কর্মকর্তা। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান