অর্ধবার্ষিক (জুলােই-ডিসেম্বর’১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্স মিল্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.১৫ টাকা। এর আগের বছর একই সময় লোকসান ছিল ৪.৬২ টাকা।
এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৮ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ২.৪৮ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৩১ টাকা। শেয়ার প্রতি দায় হয়েছে ৪৭.২৩ টাকা।