মেঘনা নদীতে মৎস্য শিকারের দায়ে ১৮ জেলের জেল-জরিমানা

জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে ১৮ জলের জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম’র আদালত এ দন্ডাদেশ দেন। এর আগে মৎস্য বিভাগের উদ্যোগে মেঘনা নদীর মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার নৌকা ও একটি পাইজাল জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ আজ সকালে বাসস’কে জানান, দ-প্রাপ্ত জেলেদের মধ্যে ৯ জেলের ২০ দিন করে ও ৬ জনের ১০ দিন করে কারাদ- দেয়া হয়েছে। এছাড়া দুইজনের এক হাজার করে দুই হাজার টাকা ও একজনের ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেল জরিমানাকৃত জেলেদের দুই জনের বাড়ি লক্ষীপুর ও বাকিরা দৌলতখান উপজেলার বাসিন্দা। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশ সম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে মার্চ ও এপ্রিল এ দুই মাস ভোলার মেঘনা এবং  তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার দুটি অভয়শ্রমে ইলিশহরসব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।