জেলার সোনারগাঁয়ের ত্রিবরদী এলাকায় অবস্থিত মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্যাকেজিং কারখানার আগুন প্রায় সাড়ে তিন ঘন্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার সকাল ৮ টার দিকে কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, ৭ টা ৪০ মিনিটে খবর পাওয়ার সাথে সাথেই আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কারণ ঘটনাস্থলের উল্টো দিকেই ফায়ার সার্ভিসের একটি ষ্টেশন রয়েছে। একে একে ফায়ার সার্ভিসের ১১ টি ও মেঘনা গ্রুপের ৬ টি মিলিয়ে ১৭ টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। কারখানার ভেতরে বিপুল পরিমাণ এলুমিনিয়াম ফয়েল ও কার্টন ছিলো। এগুলি দাহ্য পদার্থ হওয়ায় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। ১১ টা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দগ্ধের কোনো খবর এখন পর্যন্ত তারা পাননি বলে জানান। একজন শ্রমিক আহত হয়েছেন বলে শুনেছেন।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল ৮ টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।