পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট সম্পূর্ণ রিডীমেবল নন কনভার্টেবল প্রিফরেন্স শেয়ার ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান টি ১০০ কোটি টাকার ১০ কোটি শেয়ার ইস্যু করবে। শুধুমাত্র ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বাড়াতে এবং ১০ কোটি শেয়ারের বাইরে তারা আরও ২ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৫৪২টি শেয়ার ইস্যু করবে। যার মূল্য ২৫ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৪২০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যে যা সম্পূর্ণ রিডীমেবল নন-কনভার্টেবল নন-লিস্টেড তাদের উদ্যোক্তা পরিচালক (স্বাধীন পরিচালকসহ) ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে।
আজকের বাজার /মিথিলা