রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় আফরোজা (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে ঐ নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার ওসি আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১০টার দিকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড্ডার গুদারাঘাট এলাকার ভাড়া বাসার মেঝেতে ঐ নারীর রক্তাক্ত লাশ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান স্বামী। পরে পুলিশে খবর দেন।
এদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আফরোজাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে ও কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে, তা জানা যায়নি। হত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান