রাজধানীর একটি কনভেনশন হলে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের পার্টনার সম্মেলন-২০১৮ । সোমবারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহীদ উল্লাহ।
এ সময় সারাদেশ থেকে আগত মেট্রোসেমের ডিলারদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, মেট্রোসেম সিমেন্টের ডিজিটাল অগ্রগতির ধারাবাহিকতায় নতুন বছরে পার্টনারদের সাথে যোগাযোগ এবং ব্যবসায়ীক হিসেব সংরক্ষণ ও তাদের দোরগোড়ায় পণ্য সেবা পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তিগত সুযোগকে কাজে লাগানো হবে। এসময় তিনি মেট্রোসেম মোবাইল অ্যাপস এর উদ্ভোধন করেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন সুবিধাবলীর ঘোষণা করেন।
এ সম্মেলনে সারাদেশ থেকে আগত পার্টনারদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদের হাতেতুলে দেয়া হয় ব্র্যান্ড নিউট্যাব।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলণে এছাড়াও বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার মোবারক আলী ভূঁইয়াসহ মেট্রোসেম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় পার্টনার সম্মেলন ২০১৮।
আজকের বাজার: জাকির/ এসএস/ ৩ জানুয়ারি ২০১৮