সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ফল প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এছাড়াও জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে স্বল্পতম সময়ে ফল পৌঁছে যাবে।
এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮২ হাজার ৮৫৬ জন। পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৮১৩ জন। এর মধ্যে পাস করেছে ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পাস নম্বর ছিল ৪০।
উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯০.৫ ও সর্বনিম্ন ৭০ দশমিক ৫। মোট ৩ হাজার ৩১৫জন পরীক্ষার্থী সরকারি ৩১ মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ৫০০ জনকে।
বর্তমানে সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮ এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৫০ টি আসন রয়েছে।
গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজকের বাজার:এলকে/এলকে ৯ অক্টোবর ২০১৭