শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেললেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ডান-হাতি পেসার জোফরা আর্চার। বিশ্বকাপ জিতে পাওয়া মেডেল হারিয়ে ফেলেছিলেন তিনি। অবশেষে সেই মেডেল খুঁজে পেলেন আর্চার।
নতুন বাড়ির গেষ্ট রুমে মেডেলটি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান আর্চার। নিজের অ্যাকাউন্টে বিশ্বকাপজয়ী মেডেলের ছবি দিয়ে আর্চার লিখেন, ‘বাড়ির গেস্ট রুমে মেডেলটা খুঁজছিলাম। আর সেখানেই মেডেলটা পেয়ে গেলাম।’
এর আগে, বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে মেডেল হারানো কথা জানান আর্চার। তিনি বলেছিলেন, ‘একজনের এঁকে দেওয়া আমার ছবির ওপর বিশ্বকাপ জয়ী মেডেলটি রেখেছিলাম। এরপর আমার বাসা বদল করি। নতুন বাসায় ছবিটি দেয়ালে লাগাতে গিয়ে মেডেলটি আর খুঁজে পেলাম না। আমি গত এক সপ্তাহ ধরে মেডেলটি খুঁজছি, তবে এখনও পাইনি। আমার মনে হয়, এটি ঘরেই আছে। তাই এখনো খুঁজছি। মেডেল খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি।’