মেধাবীরাই বেশি সুবিধা পাচ্ছে: মন্ত্রীপরিষদ সচিব

কোটায় মেধাবীরা অবহেলিত হচ্ছে না দাবি করে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া বলেছেন, কোটা প্রথায় সর্বশেষ যে সংস্কার আনা হয়েছে তাতে মেধাবীরাই বেশি সুবিধা পাচ্ছে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, ৩৩তম বিসিএসে মেধা কোটায় ৭৭.৪ শতাংশ, ৩৫তম বিসিএসে ৬৭.৪৯ শতাংশ এবং ৩৬তম বিসিএসে ৭০. ৩৮ শতাংশ মেধা কোটায় নিয়োগ পেয়েছে।

তিনি বলেন, আজ কেবিনেট মিটিং এ কোটা সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে।

চলমান কোটা সংস্কারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবােব তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রনালয় এ বিষয়ে যাচাই-বাছাই করে দেখবে। তবে রাষ্ট্রের সিদ্ধান্ত হলো অনগ্রসরদেরও এগিয়ে নিয়ে আসা।

এস/