মেরামতের সময় কর্ণফুলী নদীতে ডুবেছে ফিশিং জাহাজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মেরামতের সময় ফুটো হয়ে এফবি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে।
বুধবার ভোররাত চারটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা সব নাবিককে সরিয়ে নেয়ায় তারা নিরাপদে আছেন। জাহাজটি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের বলে জানা গেছে।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডোর মো. হাবিবুর রহমান বলেন, ক্রিস্টাল-৮ নামের একটি শিপিং বোট শাহ আমানত সেতুর কাছে কর্ণফূলী নদীতে নোঙ্গর করা ছিল। জাহাজটিতে মেরামতের কাজ চলছিল। মেরামতের সময় ভোররাত চারটার দিকে জাহাজের কোন এক জায়গায় ফুটো হয়ে পানি উঠতে শুরু করে।
তিনি বলেন, জাহাজের ক্রু’রা চিৎকার শুরু করলে আশেপাশের ট্রলার, শিপিং বোট গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। জাহাজটি পুরোটাই পানিতে তলিয়ে গেছে।