অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের ভেন্যু মেলবোর্নে বৃহম্পতিবার হামলা চালিয়েছে এক ব্যক্তি। ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিয়ে কমপক্ষে ১৯ জনকে আহত করেছেন হামলাকারী। তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিরাপদেই আছেন বলেই জানা গেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, মেলবোর্নের ফ্লিনডার্স স্ট্রিট ঘটনার পর সব খেলোয়াড় এবং ম্যানেজম্যান্ট নিরাপদ আছেন।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ও নিরাপদ আছেন।
ওই হামলায় পর নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি হামলাকারী ৩২ বছর বয়সী সাঈদ নুর আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি একজন মানসিক রোগী বলে জানান পুলিশ। এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংযোগ নেই বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজকের বাজার: সালি / ২২ ডিসেম্বর ২০১৭