যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তর্কে জড়িয়ে পদ ছাড়তে বাধ্য হলেন হোয়াইট হাউজের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেল।
ফার্স্ট লেডি কর্তৃক রিকার্ডেলকে বরখাস্ত করার জন্য এক বিশেষ বিবৃতি জারির একদিন পরেই তাকে তার পদ থেকে সরানো হয়।
এর আগে গত মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র স্পেফানি গ্রিশাম এক বিবৃতিতে জানায়, ‘রিকার্ডেল হোয়াইট হাউজে কাজ করার সম্মান পাওয়ার যোগ্য নয়।’
এদিকে হোয়াইট হাউজের প্রেস সচিব সারা হুকাবে স্যান্ডার্স জানান, রিকার্ডেলকে প্রশাসনের নতুন কোনো দায়িত্ব দেয়া হবে। এখনও তার স্থলাভিষিক্ত কে হবেন তার নাম ঘোষণা করা হয়নি।
হোয়াইট হাউস সূত্র জানায়, গত অক্টোবরে ফার্স্ট লেডির আফ্রিকা সফর নিয়ে মেলানিয়ার সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন রিকার্ডেল।
এরই প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে রিকার্ডেলকে ট্রাম্প প্রশাসনের পদ থেকে বরখাস্ত করার দাবি জানান মেলানিয়া। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ