মেলানিয়া ট্রাম্পের একক আফ্রিকা সফর

মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প আফ্রিকার চারটি দেশ সফরের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন।

তিনি ঘানা, মালাবি, কেনিয়া ও মিশর সফর শেষে ৭ অক্টোবর ওয়াশিংটন ফিরবেন। এটাই হবে তার প্রথম একক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর। তিনি সোমবার রাতে এন্ডোইস এয়ার ফোর্স বেস থেকে বিমানে রওনা দিয়েছেন।

মুখপাত্র স্টেফেনি গ্রিশাম বলেন, ‘শিশু এবং তাদের কল্যাণে’ বিবেস্ট ক্যাম্পেইনকে কেন্দ্র করে মেলানিয়া ট্রাম্পের এই আফ্রিকা সফর হবে ‘কূটনৈতিক ও মানবিক সফর’।

আজকের বাজার/এমএইচ