বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
মেলান্দহে বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রকাশিত - এপ্রিল ২৬, ২০১৮ ৫:৪৪ পিএম
মেলান্দহে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার বজ্রপাতে কৃষক ফরিদুল ইসলাম এবং বৃহস্পতিবার গৃহবধূ সেনাবানু মারা যান।
ফরিদুল গুজামানিকা গ্রামের আ. সালামের ছেলে এবং সেনাবানু দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামের বেলাল উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানিয়েছে, ফরিদুল বুধবার সন্ধ্যায় ধানকাটতে গেলে বজ্রপাতে ক্ষেতই মারা যান। অপরদিকে বৃহস্পতিবার বিকেলের বাড়ির আঙ্গিনায় কাজ করা সময় বজ্রঘাতে সেনাবানু মারা যান।
আজকের বাজার/আরজেড
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.